টসে জিতে স্পিন স্বর্গে ভয়াবহ ব্যাটিং প্রদর্শনী দেখালো বাংলাদেশের ব্যাটাররা। ২৬.১ ওভারে ৬০ রান করতে ৬ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। লাঞ্চ থেকে ফিরে আসতেই ২ বলের ব্যবধানে মাহমুদুল ও জাকের আলীকে হারায় বাংলাদেশ। ৯৭ বলে ৩০ রানের ইনিংস খেলে ডেন পিটের শিকার হন মাহমুদুল। অন্যদিকে জাকের আলী মহারাজের ফাঁদে পড়ে স্ট্যাম্পড হন। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ১৫ বল খেলে মাত্র ২ রান করে ফিরলেন তিনি। তার বিদায়ে ৭৬ রানেই ৮ উইকেট হারালো বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭.৩ বলে ৮ উইকেট হারিয়ে ১০২ রানে ব্যাট করছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাজে শুরু করেছ বাংলাদেশ। দিনের শুরুতেই পরপর তিন ওভারে ভিয়ান মুল্ডারের শিকার হন সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। এরপর একে একে ফিরেছেন মুশফিক, লিটন ও মধ্যাহ্ন বিরতির আগের ওভারে সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মেহেদী হাসান মিরাজ।
খুলনা গেজেট/এনএম