বেশ কিছুদিন ধরেই প্রোস্টেটের সমস্যায় ভুগছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গুরুত্বর অসুস্থ্যও হয়ে পড়েছিলেন তিনি। গুরুতর অসুস্থ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। প্রোস্টেটের সমস্যা চরম আকার ধারণ করায় তাঁর এই অস্ত্রোপচার করানো হয়েছে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস বলেন, ‘বোর্ড সভাপতি ভালো আছেন। সুস্থ আছেন। গতকাল রাত সাড়ে এগারটায় উনার অস্ত্রোপচার শেষ হয়েছে। উনার সাথে আমাদের আরেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আছেন। মল্লিক আমাকে জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। সবকিছু এখন ঠিকঠাক আছে।’
গত ২১ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন নাজমুল হাসান। তবে করোনার কারণে সেখানে গিয়েই শুরুতেই চিকিৎসা নিতে পারেননি। ৪ জুলাই ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে চিকিৎসা নেওয়া শুরু করেন বিসিবি বস। এর চারদিন পর হলো অপারেশন।
জানা যায়, প্রোস্টেটের সমস্যা বাড়তে থাকায় দেশে তিনবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিসিবি বসকে।
খুলনা গেজেট/রুবেল