প্রোস্টেট জনিত সমস্যায় ভুগছিলেন। সুচিকিৎসার জন্যই লন্ডনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ৯ জুলাই লন্ডনের গাই হাই হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে বিসিবি সভাপতি সুস্থ আছেন বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
প্রোস্টেটে সফল অস্ত্রোপচার শেষে এই মুহুর্তে তিনি লন্ডনেই আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে থাকতে হবে বিসিবি সভাপতিকে। আপতত তাই দেশে ফিরে আসতে পারছেন না। একেবারে ঈদ করেই দেশে ফিরবেন নাজমুল হাসান। লন্ডনে বিসিবি সভাপতির সঙ্গে আছেন তার স্ত্রী ও মেয়ে।
জালাল ইউনুস বলেছেন, ‘আগের তুলনায় বোর্ড প্রধান বেশ ভালো আছেন। চিকিৎসকেরা তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। এই মুহুর্তে তাই তিনি আর দেশে ফিরবেন না। ঈদের পরই লন্ডন থেকে ফিরে আসবেন।’
খুলনা গেজেট/এএমআর