ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে অনেক ক্রিকেট বোর্ডই নিজ দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট চালু করেছে। সেই ধারা মেনে এর আগে একবার টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছিল শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। আট বছর বিরতির পর আবারো দেশটিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) নামের টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৮ আগস্ট, পর্দা নামবে ২০ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন অন্তত ৫ জন বাংলাদেশী ক্রিকেটার।
চারটি ভেন্যুতে হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ। গত সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সভায় নতুন এই টুর্নামেন্টের অনুমোদন দেওয়া হয়। শ্রীলঙ্কার এই নতুন ফ্র্যাঞ্চাইজিতে অংশ নিতে আগ্রহী টাইগার ক্রিকেটাররা। বিসিবির মাধ্যমে নয়, এজেন্টের মাধ্যমে জাতীয় দলের পুলে থাকা পাঁচ ক্রিকেটার নাম পাঠিয়েছেন লঙ্কান আয়োজকদের কাছে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে এ টুর্নামেন্ট ভালোই কাজে দেবে লঙ্কানদের। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হওয়ার কথা। করোনাকালে সিরিজটি খেলতে এক মাস আগে, সেপ্টেম্বরে সেখানে যাওয়ার কথা টাইগারদের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এ টুর্নামেন্টে ৭০ জন বিদেশি ক্রিকেটার এবং ১০ জন হাইপ্রোফাইল কোচের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে।
কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা, জাফনা- এই পাঁচটি শহরের নামে হবে দলগুলোর নাম। এ টুর্নামেন্টের জন্য চারটি স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে লঙ্কান বোর্ড। সেগুলো হলো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, রানগিরি ডাম্বুলা স্টেডিয়াম, পাল্লেকেলে স্টেডিয়াম এবং মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়াম। ৩০ জুলাই টুর্নামেন্টের স্পন্সরদের নাম ঘোষণা হবে। এরপর খেলোয়াড় নিলামসহ অন্য বিষয়গুলো হবে। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়া বিদেশিদের নাম লঙ্কান বোর্ড অন্তর্ভুক্ত করেনি। এই টুর্নামেন্ট খেলতে যাওয়া বিদেশিদের কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা সেটাও এখনও নিশ্চিত করেনি লঙ্কান বোর্ড।
খুলনা গেজেট/এএমআর