এলপিএলের প্রথম আসর শুরু হবে আগামী ২৭ নভেম্বর। শুরুর আগেই বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে দলগুলো। একের পর এক তারকাকে হারিয়ে দলগুলো যখন দিশেহারা, তখন এলপিএলের ডাক এসেছিল বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছেও। কিন্তু তামিম সেই প্রস্তাবগুলো নাকচ করে দিয়েছেন।
একটি নয়, তামিম পেয়েছিলেন তিনটি প্রস্তাব। তিন ফ্র্যাঞ্চাইজি থেকে তামিমকে তাদের হয়ে এলপিএলে খেলার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু লোভনীয় প্রস্তাব পেয়েও তামিম নাকচ করে দিয়েছেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ফাইনালসহ প্লে-অফের তিনটি ম্যাচ খেলে মাত্রেই দেশে ফিরেছেন তামিম। ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধ টি-টোয়েন্টি কাপ, খোনে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ কাপ্তান। তাই বিদেশি লিগ নয়, আপাতত নিজের দেশের টুর্নামেন্টই পূর্ণ মনোযোগ রাখতে চাইছেন তামিম।
এখন পর্যন্ত এলপিএল খেলতে অনীহা প্রকাশ করেছেন আন্দ্রে রাসেল, ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, মানবিন্দর বিসলা, ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, লিয়াম প্লাঙ্কেট ও সরফরাজ আহমেদের মত বড় তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলাদেশের তামিমের নামও।
খুলনা গেজেট/এএমআর