খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত
  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

লক্ষ্মী পূঁজা উপলক্ষে গোপালগঞ্জে প্রতিমার হাট

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনিন কালিবাড়িসহ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। হিন্দু ধর্মমতে ধনের দেবী লক্ষ্মী। প্রতি বছরের মতো এবারও পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। শুধু গোপালগঞ্জ শহরে নয়, এ পূঁজা অনুষ্ঠিত হবে গ্রাম, পাড়া ও মহল্লার হিন্দু বাড়িতে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০মিনিট থেকে পূঁজা শুরু হয়ে চলবে আগামীকাল বুধবার রাত পর্যন্ত। এই পূজার প্রধান উপকরণ হচ্ছে প্রতিমা। তাইতো প্রতিমা বেচা কেনার জন্য গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনিন কালিবাড়িসহ জেলার অন্তত শতাধিক স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট।

গোপালগঞ্জের হাজারও হিন্দু পরিবার বাড়িতে এই পূঁজা করে থাকেন। প্রতিটি মন্ডপের জন্য একটি করে লক্ষ্মীমুর্তি স্থাপন করা হয়।

এ উপলক্ষে জেলা শহরের গোহাটার খাটরা সার্বজনিন কালিবাড়িসহ জেলায় অন্তত শতাধিক স্থানে লক্ষ্মীর প্রতিমার হাট বসেছে। এসব হাটে হাজার হাজার প্রতিমা বেচা কেনা চলছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত যে যার পছন্দ মত প্রতিমা কিনবেন। হাটে ছোট প্রতিমা ৬০ থেকে ১০০ টাকা এবং বড় প্রতিমা ২০০ থেকে হাজার টাকা বিক্রি হচ্ছে। ক্রেতারা যে যার পছন্দ ও সাধ্যমত কিনছেন প্রতিমা। আর পূঁজার উপকরণ হিসাবে বিক্রি হচ্ছে নলডুগলি লতা, কলাগাছ, হলুদগাছ, ধানগাছ, পদ্ম ফুল ও শোলার মালাসহ বিভিন্ন উপকরণ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!