লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় বশিকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
রাত পৌনে ১০ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় সন্ত্রাসীরা তাদের গুলি করে।
খুলনা গেজেট/কেডি