খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

‘র‍্যাব যে ভালো কাজগুলো করছেন সেটা তারা বলছেন না’

গেজেট ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, র‍্যাব যারা তৈরি করেছেন এখন তারাই র‍্যাবকে অপছন্দ করছেন। র‍্যাবের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করছেন। র‍্যাব যে ভালো কাজগুলো করছেন সেটা তারা বলছেন না। র‍্যাব যে মাদকের বিরুদ্ধে কাজ করছে, ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, জলদস্যু মুক্ত করল, চরমপন্থীর বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। তারা যে সব সময় জঙ্গি দমন, সন্ত্রাস দমনের জন্য কাজ করছে সেই কথাগুলো তারা বলছেন না।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ডিসি সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সংক্রান্ত কার্য অধিবেশন শেষে সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন কোন দেশ নাই যেখানে এনকাউন্টার বা এ ধরনের ঘটনা ঘটে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সঙ্গে যখন কেউ অস্ত্র তুলে কথা বলে পুলিশ তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকবে না। তখনই এ সমস্ত ফায়ারিং এর ঘটনা ঘটে। এগুলো যদি সবই এলিট ফোর্স র‍্যাবের ঘাড়ে দিয়ে দেয়া হয় তাহলে আমি মনে করি এটা র‍্যাবের প্রতি অবিচার।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!