র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ বেবী মারা গেছেন।
সোমবার বিকালে গুলশানে নিজ বাসায় তিনি মারা যান। বেবী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তিনি গত প্রায় ৭ থেকে ৮ মাস ধরে অসুস্থ ছিলেন।
অসুস্থতাজনিত কারণে গুলশানে তার নিজ বাসভবনে স্বাভাবিক মৃত্যু হয়েছে। দিলরুবা খুরশীদ বেবীর মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানাতে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা র্যাব ডিজির গুলশানের বাসায় যান বলে জানিয়েছেন র্যাব মুখপাত্র।
খুলনা গেজেট/ বিএম শহিদুল