কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র,গোলাবারুদ ও ওয়াকিটকিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ১৪ এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজারের ডিআইজি মো. জামিল হাসান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এপিবিএনের কাছে খবর পান ক্যাম্প-৭ এ সন্ত্রাসী ছমি উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সংঘবদ্ধ হয়ে অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করছে।
পরে ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত হলে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এরপর শুক্রবার সকাল ৭টায় রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী ছমি উদ্দিন দলবলসহ ক্যাম্প-৫ এর একটি ঘরে অবস্থানের খবরে অভিযান পরিচালনা করে ৪জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় সন্ত্রাসী ছমি উদ্দিনসহ অন্যান্যরা পালিয়ে যায়। এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/ এসজেড