কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে বশির উল্লাহ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) ভোর ৪টার দিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে এই ঘটনা ঘটে।
নিহত যুবক উখিয়া ১০নং রোহিঙ্গা ক্যাম্পের ফজু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) ও আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন) সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এসময় বশির উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম