খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

রোমাঞ্চকর জয়ে ইন্টার মিলানকে হারালো রিয়াল মাদ্রিদ

দুই গোলে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় ইন্টার মিলান। তবে স্প্যানিশ জায়ান্টকে দমাতে পারেনি তারা। পাঁচ গোলের রোমাঞ্চে ৩-২ এ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে রিয়াল।

এডেন হ্যাজার্ড ও টনি ক্রুসের সমন্বিত চেষ্টায় রিয়াল প্রথম সুযোগ তৈরি করে। ৪ মিনিটে বক্সের মধ্যে থেকে হ্যাজার্ডের পাসে লক্ষ্যে শট নেন মার্কো আসেনসিও। কিন্তু গোলকিপার সামির হান্দানোভিচ বল ক্রসবারে উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান। ক্রুসের পাস থেকে ৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের শক্তিশালী শট বারের উপর দিয়ে যায়।

ইন্টার গোলের সুযোগ পায় ১০ মিনিটে। রিয়াল বলের দখল হারালে ইভান পেরিসিচ বক্সে লাউতারো মার্তিনেজকে খুঁজে নিয়ে পাস দেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট ডান হাত দিয়ে ঠেকান থিবো কোর্তোয়া। পরের মুহূর্তে আচরাফ হাকিমির নিচু শটের বল গোলমুখের সামনে পান পেরিসিচ। তবে চ্যালেঞ্জের মুখে পড়ে বল ভাসিয়ে দেন বারেয়ার দিকে। তার হেড লক্ষ্যে ছুটলেও কোর্তোয়া দক্ষতার সঙ্গে বল আটকান। ১৪ মিনিটে ২০ গজ দূর থেকে আর্তুরো ভিদালের রকেট গতির শট বাঁ পোস্ট ঘেষে বাইরে গেলে ফের হতাশ হতে হয় ইন্টারকে।

২৩ মিনিটে ভালভার্দের হাফ ভলি বারের উপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর রিয়ালকে গোলের সুযোগ করে দেয় ইন্টার। হাকিমি মাঝমাঠ থেকে হান্দানোভিচের দিকে বল পাঠান। আগেই তা আন্দাজ করতে পেরে বল দখলে নেন বেনজেমা এবং ইন্টার গোলরক্ষককে বোকা বানিয়ে খালি জালে সহজেই বল জড়ান।

৩৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে নেওয়া ক্রুসের কর্নার কিক থেকে চতুর হেডে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস, সব ধরনের প্রতিযোগিতায় এটি ছিল রিয়ালের হয়ে স্প্যানিশ ডিফেন্ডারের শততম গোল।

অবশ্য দুই মিনিট পর ব্যবধান কমায় ইন্টার। বারেয়ার পাস থেকে মার্তিনেজের দারুণ ফিনিশিংয়ে স্কোর ২-১ করে তারা। বিরতি থেকে ফিরে রিয়ালের বক্সে আক্রমণ চালালেও জমাট রক্ষণভাগের সঙ্গে পেরে উঠছিল না ইন্টার। শেষ পর্যন্ত তারা সমতা ফেরায় ৬৮ মিনিটে। ব্রোজোভিচের পাস থেকে মার্তিনেজ বল দেন পেরিসিচের সামনে। হাফ ভলি দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ হয়।

দুই মিনিট পর ক্রুসের লম্বা শট সহজে ঠেকান হান্দানোভিচ। ৭৫ ও ৭৬ মিনিটে মার্তিনেজ ও পেরিসিচের শট বারের পাশ দিয়ে যায়। এই সুযোগ নষ্টের খেসারত দেয় ইন্টার। ৮০ মিনিটে বাঁ প্রান্ত থেকে মাপা শটে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে রিয়ালকে এগিয়ে দেন রোদ্রিগো।

বরুশিয়া মনশেনগ্লাদবাখ উড়িয়ে দিয়েছে এই গ্রুপের চমক শাখতার দোনেৎস্ককে। ৬-০ গোলে ইউক্রেনিয়ান ক্লাবকে হারিয়েছে জার্মানরা। প্রথমার্ধে চার গোল করে ম্যাচ হাতের মুঠোয় নেয়  গ্লাদবাখ। দুই গোল করে বিরতিতে যাওয়া আলাসানে প্লিয়া হ্যাটট্রিক পূর্ণ করেন ৭৮ মিনিটে।

দুই ড্রর পর প্রথম জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে গ্লাদবাখ (৫)। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!