ইতালিয়ান সিরি’আ লিগে শনিবার রাতে এলাস ভেরোনার মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। এই ম্যাচে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার গোলটি যথেষ্ট ছিল না ম্যাচটি জেতার জন্য। ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।
এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ৭ পয়েন্টে পিছিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে পিছিয়ে আছে ৩ পয়েন্টে।
ভেরোনার মাঠে ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি জুভেন্টাস। বিরতি থেকে ফিরে এসে অচলবস্থার অবসান ঘটান রোনালদো। ৪৯ মিনিটের সময় পাল্ট আক্রমণে সতীর্থের পাস থেকে আড়াআড়ি শটে বল জালে পাঠান তিনি। এটা ছিল চলতি মৌসুমে সিরি’আ লিগে তার ১৯তম গোল।
তবে ৭৮ মিনিটের মাথায় গোলটি শোধ দেয় ভেরোনা। এ সময় দলটির অ্যান্তোনিন বারাক গোল করে সমতা ফেরান। এই সমতা বাকি সময়ে আর ভাঙতে পারেননি রোনালদো-রামসিরা।
২৩ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ৪৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে এসি মিলানের সংগ্রহ ৪৯ পয়েন্ট। আর ইন্টার মিলানের ৫৩।
খুলনা গেজেট/কেএম