শেখ হাসিনার সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের একদফা দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর ‘তারুণ্যের রোডমার্চ’ সর্বাত্মক সফল ও স্বার্থক করার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে খুলনা জেলা বিএনপি। দলটি প্রত্যন্ত এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে একদফা দাবির আন্দোলনে সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নিয়েছে। এ লক্ষে জেলা কমিটি বিশাল শো’ডাউন নিশ্চিত করতে সাতটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি’র জরুরি প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহে খুলনা বিভাগীয় রোডমার্চটি শুরু হয়ে জেলার অন্যতম প্রবেশদ্বার দিয়ে খুলনাতে বিশাল বহর নিয়ে প্রবেশ করবে। ওইদিন দুপুর ২টায় প্রবেশদ্বারেই পথসভার সিদ্ধান্ত গৃহীত হয়েছে; এ পথসভায় জেলার প্রতিটি ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেলের বহর নিয়ে অংশগ্রহন করবেন। সংক্ষিপ্ত পথসভা শেষে নগরীর শিববাড়ী মোড়ে সমাপনী সমাবেশস্থলে আসবে রোডমার্চ’র গাড়ী বহর। এ কর্মসূচিতে অতীতের সকল রেকর্ড ভেঙে বিশাল শো’ডাউন দেবার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে সকল উপজেলা/পৌরসভা, ইউনিয়নে জেলার শীর্ষ নেতৃবৃন্দকে অবহিত করে প্রস্তুতি সভা করবেন; একই সাথে হাট-বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণের নির্দেশণা দেয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত ইউনিটপ্রধানদের। কর্মসূচি সর্বাত্মক সুশৃঙ্খল ও সফল করতে জেলা বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনসমূহকে প্রস্তুতি সভা করার আহবান জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে গঠিত উপ-কমিটিগুলোর মধ্যে সার্বিক ব্যবস্থাপনা ও অর্থ উপ-কমিটির আহবায়ক আলহাজ¦ আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। এছাড়া সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব খান জুলফিকার আলী জুলু, প্রচার উপ-কমিটির আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ ও সদস্য সচিব আশরাফুল আলম নান্নু, অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক সাইফুর রহমান মিন্টু ও সদস্য সচিব মোল্লা খায়রুল ইসলাম, আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক শেখ তৈয়েবুর রহমান ও সদস্য সচিব এনামুল হক সজল, দপ্তর উপ-কমিটির আহবায়ক এসএম মুর্শিদুর রহমান লিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম বাবু, মিডিয়া উপ-কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম নূর ও সদস্য সচিব জাফরী নেওয়াজ চন্দন। সার্বিক ব্যবস্থাপনা উপ-কমিটিকে অবহিত করে আহবায়ক-সদস্য সচিব প্রয়োজনে এসব উপ-কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করবেন।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, আশরাফুল আলম নান্নু ও এনামুল হক সজল, সদস্য শেখ আব্দুর রশিদ, চৌধুরী কওসার আলী, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মল্লিক, মোল্লা এনামুল কবির, মোঃ হাফিজুর রহমান, আনিছুর রহমান, সুলতান মাহমুদ, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, মোঃ ইকবাল শরীফ, আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, মোঃ রবিউল হোসেন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সাইদুজ্জামান খান, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, মনির হাসান টিটু, হাবিবুর রহমান রিটু, শেখ আবুল বাশার, নূরুল আমিন বাবুল, জাফরী নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, মোল্লা সাইফুর রহমান, আব্দুল মান্নান খান, মোজাফফার হোসেন, হাবিবুর রহমান, দীপক কুমার, আল-আমিন সানা, যুবদলের আব্দুল্লাহেল কাফি সখা, মৎস্যজীবী দলের শেখ হেমায়েত হোসেন, শেখ আজিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন আনো, কৃষকদলের শেখ আবু সাঈদ, মহিলাদলের এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, সেতারা সুলতানা, শ্রমিকদলের বাবু উজ্জল কুমার সাহা, তাঁতীদলের মেহেদী হাসান মিন্টু ও মাহামুদ আলম লোটাস, জাসাস’র মোঃ শহিদুল ইসলাম শহিদ ও আজাদ আমিন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রী ও গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।
ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ‘তারুণ্যের রোড মার্চ’ কর্মসূচি পালিত হচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহে কর্মসূচির সূচনা হয়ে যশোর হয়ে খুলনাতে সমাবেশের মধ্যদিয়ে রোডমার্চ শেষ হবে।
খুলনা গেজেট/কেডি