অনেকদিন ধরেই পর্দায় নেই ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। তাই তার ভক্তদের মধ্যে বিরাজ করছে শূন্যতা। তবে সে শূন্যতা ঘুচবে খুব শিগগিরই।
সম্প্রতি বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মাহি-জিয়াউল রোশান অভিনীত ছবি ‘আশীর্বাদ’। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক নিজেই। বলেছেন, রোজার ঈদের পরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে কয়েকটি ধাপে। সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ ও বর্তমান পরিস্থিতি সবই তুলে ধরা হয়েছে ‘আশীর্বাদ’ সিনেমায়। পর্দায় তরুণ ও বৃদ্ধ দুই বয়সের মাহির দেখা পাবেন দর্শকরা।
প্রযোজনার পাশাপাশি সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। ছবিটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত।
খুলনা গেজেট/কেএ