রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন ড. মোঃ হুমায়ুন কবীর। তিনি বৃহস্পতিবার বিকেলে রেল ভবনে পৌঁছালে কর্মকর্তা ও কর্মচারী ফুলেল শুভেচ্ছা জানান। তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।
হুমায়ুন কবীর ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত যশোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। যশোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সম্মাননা লাভ করেন। যার মধ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা পুরস্কার ২০১৬, শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে বিভাগীয় কমিশনার পদক ২০১৬, ২০১৭ উল্লেখযোগ্য। ২০১৭ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করে।
এছাড়াও তিনি পাবলিক সার্ভিসে অসামান্য অবদানের জন্য ২০১৭ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ সম্মাননা ‘জনপ্রশাসন পদক ২০১৭ (জেলা পর্যায়)’ অর্জন করেন। তিনি বিভিন্ন দেশ থেকে চাকরি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ড. মো. হুমায়ুন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বাংলাদেশের প্রথম সিভিল সার্ভেন্ট হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৬৫ সালের ২০শে ফেব্র“য়ারী খুলনা মহানগরীর বকসীপাড়ায় সম্ভ্রান্ত পরিবারে জম্মগ্রহণ করেন। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কর্মকতা মোঃ আবুল কাশেম ও গৃহিণী শামছুন নাহার ইতির দুই ছেলে ও তিন বোনের মধ্যে বড় ড. মো. হুমায়ুন কবীর। তার শিক্ষাজীবন শুরু হয় নগরীর সেন্ট জোসেফ হাই স্কুল থেকে।