নগরীর দৌলতপুর থানার অন্তর্গত রেলিগেট আকাংখা বসতীর ভেতর চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ বসতীর একটি পাঁচতলা বাড়িতে ২ সপ্তাহের ব্যবধানে ২ বার চোর হানা দিয়েছে। এ ব্যাপারে বাড়ির মালিক পৃথকভাবে থানায় একটি জিডি এবং ১টি অভিযোগ দায়ের করেছেন। জিডি নং-৩৯৩, তাং ০৯/০৯/২০২১।
গত ১ সেপ্টেম্বর দৌলতপুরে থানায় বাড়ির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২২ আগস্ট দুপুর ২টা ৩ মিনিটের সময় পাঁচ তলা বাড়ির নীচতলার মেইন গেইট দিয়ে চোর মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির ভেতর প্রবেশ করে সিড়ি বেয়ে উপরে উঠে যায়। এর কিছুক্ষণ পর ওই চোর নীচে নেমে গ্যারেজে থাকা গাড়ির ২টি লুকিং গ্লাস খুলে চুরি করে পালিয়ে যায়। চুরির এ ঘটনা বাড়িতে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। যার ভিডিও ফুটেজ অভিযোগ তদন্তকারী দৌলতপুর থানার এস আই মোঃ আলীমুজ্জামানকে দেওয়া হয়।
চুরির এ অভিযোগ তদন্তকারী অফিসার এসআই মোঃ আলীমুজ্জামান খুলনা গেজেটকে বলেন, ইতিমধ্যে চুরির ঘটনার ভিডিও ফুটেজ দেখে আমরা রেলিগেট, মানিকতলা, কালিবাড়ী এলাকায় চোর শনাক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছি।
এ ঘটনার ১৫ দিন পর গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ৩ টার সময় একই বাড়ির নীচতলার গ্যারেজের গ্রীল কাঁটার প্রস্তুতি নেওয়ার সময় বাড়ি মালিক দোতলার জানালা দিয়ে দেখে ফেলে। এ সময় বাড়ির মালিকের আত্মচিৎকারে চোর তাঁর ব্যাগে থাকা যন্ত্রপাতি নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বাড়ির মালিক দৌলতপুর থানায় একটি জিডি করেছেন। জিডি নং ৩৯৩। তাং ০৯/০৯/২০২১। এ ঘটনার পর থেকে বাড়ির মালিক পরিবার নিয়ে ভয় এবং আতংকে রাত কাটাচ্ছেন।
খুলনা গেজেট/এনএম