খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

রেমালে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান খুলনার আ.লীগ নেতৃবৃন্দের 

গেজেট ডেস্ক

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে নগরীর বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। একই সাথে জোয়ার ও বৃষ্টির পানিতে নি¤œাঞ্চল তলিয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গতদের পাশে থেকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক এবং দলীয় নির্বাচিত কাউন্সিলরদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সব সময় অসহায় দুর্গত মানুষের জন্য রাজনীতি করে। আজ যারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে মুজিব আদর্শের সৈনিকেরা তাদের পাশে থেকে সহযোগিতা করবে। এ ছাড়াও ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তশারীদের প্রতি আহবান জানান। দুর্গতদের সকল প্রকারের সহযোগিতা করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!