খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

রেমালের আঘাতে খানাবাড়ী গার্লস স্কুলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী, খানাবাড়ী এবং দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া,বুচিতলা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সব এলাকার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের চাল উঁড়ে গেছে। প্রচুর পরিমাণে গাছপালা ভেঙে গেছে। অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। কুয়েট পকেট গেট সংলগ্ন খানাবাড়ী গালর্স হাই স্কুলের সীমান প্রাচীর এবং গেটের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ রহিম জানান, প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের দক্ষিণ পাশের গেটের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব পাশের গেট এবং সীমানা প্রাচীরের উপর গাছ উপড়ে পড়ে গেটসহ প্রায় ২০/২৫ ফুট সীমানা প্রাচীরের সম্পূর্ণ অংশ ধ্বসে পড়েছে। এছাড়াও বিদ্যালয়ের দক্ষিণ পাশের প্রায় ১০০ ফুট বাউন্ডারী ওয়াল হেলে পড়ার কারণে যে কোন মুহুর্তে ওয়ালটি ধ্বসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিদ্যালয়ের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ায় ছাত্রীদের নিরাপত্তাহীনতার পাশাপাশি একই সীমানার মধ্যে অবস্থিত খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এছাড়া ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া, বুচি তলা এলাকার প্রায় দুই শতাধিক টিনের চাল উড়ে গেছে। বাইতুল হামিদ জামে মসজিদের টিকেট চালসহ মসজিদের মাইক ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। আড়ংঘাটা থানাধীন তেলিগাতী এলাকার কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তেলিগাতী কেডিএ বাইপাস সড়কে অবস্থিত খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!