আসরে ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লীগের শেষ দিনের দুই ম্যাচে চোখ রেখেছিলেন রিয়াদ-তামিমরা। চট্টগ্রাম বা খুলনার কোনো এক দল হারলেই প্লে অফ পর্বের টিকিট পেতো মিনিস্টার গ্রুপ ঢাকা। কিন্তু দিন শেষে নিশ্চয় বিষাদ ভর করেছে তাদের। শনিবার বিপিএলের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরের ম্যাচে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসকে উড়িয়ে প্লে অফের টিকিট কাটে খুলনা টাইগার্স। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং শেষে কুমিল্লার সংগ্রহ ছিল ১৮২/৫। জবাবে বড় রান করে সাবলীল ব্যাটিংয়ে হেসেখেলেই ৯ উইকেটের জয় পায় মুশফিকুর রহীমের দল। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান আন্দ্রে ফ্লেচার।
৫৯ বলে শতক পূর্ণ করেন খুলনার ক্যারিবীয় ওপেনার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০১ রানে । ৬২ বলের ইনিংসে ফ্লেচার হাঁকান ৬টি করে চার-ছয়। অপর ওপেনার শেখ মেহেদী হাসান করেন ৪৯ বলে ৭৬ রান। এদিন ১০ উইকেটের জয় পেতে পারতো খুলনা। দলীয় ১৮২ রানে অহেতুক বড় শট খেলতে গিয়ে উইকেট খোয়ান মেহেদী।
আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এলিমিনেটর ম্যাচ খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
খুলনা গেজেট/এএ