খুলনায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১১ টার দিকে রূপসা ব্রীজের ওপর এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার জাহিদুর রহমানের ছেলে। একই ঘটনায় তার ছোট ভাই আব্দুল জলিল আহত হয়েছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাতে আব্দুল আলীম ও তার ছোটভাই আব্দুল জালিল মোটর সাইকেলযোগে রূপসা হতে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১ টার দিকে তাদের মোটরসাইকেল রূপসা সেতুর মাঝস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সৌদি পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক আব্দুল আলীম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ছোটভাই আব্দুল জলিল আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লাবনচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক বলেন, দুর্ঘটনার খবর শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সৌদি পরিবহনের একটি বাস আটক করা গেলেও চালককে পুলিশ আটক করতে পারেনি। আব্দুল আলীমের মৃত দেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এসজেড