‘মহালয়া’ উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) ভোর ৬টায় স্বর্গত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ, সকাল ৮টায় শ্রীশ্রীচ-ী পাঠ করেন ড. কে সি পাল ও মেধষ ব্যানার্জী, সকাল ৯টায় আদি নৃত্যাঙ্গন একাডেমি পরিচালনায় মায়ের আগমনী গান ও নৃত্য এবং বিশেষ অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী মা দুর্গা’ প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়।
রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠান সমাপণান্তে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার, খুলনা’র ইন্দ্রজিৎ সাগর। বিশেষ অতিথি ছিলেন খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক গোপী কিষণ মুন্ধড়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রশান্ত কুমার রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অরবিন্দ সাহা, বাংলাদেশ জুয়েলার্স সমিতি খুলনা জেলা সভাপতি সমরেশ সাহা, যগ্ম সাধারণ সম্পাদক শিবনাথ ভক্ত, আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী, মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু।
মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রতন কুমার নাথের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রবীর বিশ্বাস, সাংবাদিক অভিজিৎ পাল, সুরেশ চক্রবর্ত্তী, শ্যামসুন্দর হালদার, নারায়ণ দাস, স্বপন ম-ল, বিকাশ সাহা, সত্যপদ ঘোষ, অশোক ঘোষ, দুলাল সরকার, জয় কৃষ্ণ ম-ল, পরিমল দাস, পার্থ চক্রবর্ত্তী, অনিন্দ্য সাহা, শিমুল ঘোষ, সন্তোষ মজুমদার, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, তাপস তালুকদার, রনি সরকার, প্রশান্ত হালদার, সৌরভ দাস সনু প্রমুখ।
খুলনা গেজেট/কেডি