তারুণ্যের উৎসব উপলক্ষে আগামি ৫ ফেব্রুয়ারি খুলনার রূপসা নদীতে শুরু হতে যাচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ৫ ফেব্রুয়ারি বেলা ১২ টা থেকে নগরীর ১ নং কাস্টম ঘাট থেকে রূপসা ব্রীজ পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রূপসা নদীতে নৌকা বাইচ সফলে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থেকে আয়োজনটি সফল করার জন্য বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।
এদিকে নৌকা বাইচের সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং করবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
খুলনা গেজেট/এএজে