খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

রূপসায় সাংবাদিক মুস্তাফিজের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

রূপসা প্রেসক্লাবের সদস্য ও ওষুধ ব্যবসায়ী মোঃ মুস্তাফিজুর রহমানের মা ও আওয়ামী লীগ নেতা মোঃ মুজিবুর রহমানের স্ত্রী-আনজিরা বেগম ২৬ জুলাই ভোর সোয়া ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান, নাতি-নাতনি, পুতা-পুতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ যোহরবাদ রহমতনগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের ইমামতি করেন উক্ত মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ ইদ্রিস আলী।

এ উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান পলাশ, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহজাহান শেখ, রূপসা মাস্টারবুক ডিপোর সত্বাধিকারী আলহাজ্ব সরদার মাহবুব, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসির হোসেন সজল, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, রূপসা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রহমাতুল্লাহ, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, রহমতনগর প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল আহসান লিটন, আকবার আলি, মোশাররফ হোসেন, নুরুজ্জামান ছোট, আবুল খায়ের, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, সদস্য সৈয়দ আশিক হাসান লিখন, ইউপি সদস্য মোঃ সরদার মাসুম, খুলনা জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম রিয়াজ, পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আরিফুর রহমান, রূপসা প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আল মাহমুদ প্রিন্স, সদস্য মো হারুনার রশিদ, মোঃ শেখ ফরিদ, রূপসা প্রেসক্লাবের সদস্য মোঃ শাহরিয়ার হোসেন মানিক, বাগমারা বাজার বণিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাবেক সভাপতি নাজমুল হাসান, আব্দুর রশিদ শেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি লিপন, যুগ্ম- সাধারণ সম্পাদক আনিসুর রহমান শান্তু। সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাসেল, রূপসা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মোঃ বুলবুল মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা শামীম চৌধুরী মিঠু, কৃষক লীগ নেতা এস এম তারেক, শ্রমিক নেতা মোঃ বাবুল শেখ, আব্দুর রশিদ শেখ প্রমুখ। জানাযা শেষে রহমতনগর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের ববা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুর খবরে ছুটে আসেন অনেকেই তার মধ্য নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল গফুর খান, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা সুলতানা, নৈহাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিচা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আফজালুল হক, ইশারাত হোসেন, কামরুজ্জামান দুলাল, কাস্টমস অফিসার মোঃ আসাদ খান, অঞ্জনা দে, সেনচিত্র কুরবান, সোহাগ প্রমূখ।

খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!