খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

রূপসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ

 নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসার শ্রীফলতলায় ছাত্রীকে যৌন হয়রানীর করায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) অভিভাবক ও চন্দনশ্রী গ্রামবাসী হাজী আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নজরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছে।

অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নজরুল ইসলাম ছাত্রীদের বিভিন্ন ভয় ভীতি ও প্রলোভন দেখিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে যাচ্ছে। এ বিষয় যদি কোন ছাত্রী বাড়িতে বলে দেয় তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেবে বলে। এভাবে কোমলমতী ছাত্রীদের ভয় দেখিয়ে দীর্ঘদিন অপকর্ম করে আসছে শিক্ষক মো: নজরুল ইসলাম। ইতিপূর্বে স্থানীয় ভাবে এ রকম ঘটনার শালীশ এবং কয়েকবার উপজেলা প্রশাসনকে অবহিত করেছে বলে জানা যায়। অভিযুক্ত শিক্ষক বার বার অপরাধ করেও কিভাবে পার পেয়ে যায়, তা জানতে চাই অভিভাবক মহল।

সহকারী শিক্ষক মো: নজরুল ইসলাম জানান, আমার ব্যাপারে আনিত অভিযোগ পরিকল্পিত। আমি ৩২ বছর শিক্ষাকতা করছি। আমার সুনাম নষ্ট করার জন্যে এ অভিযোগ দিয়েছে। তাছাড়া আমার বাড়ি স্কুল এলাকায় হওয়ায়, অনেকের ব্যক্তিগত আক্রস থাকতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ জানান, ছাত্রীর অভিভাবকসহ কয়েকজন মিলে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। এছাড়া তাঁরা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়েও জমা দিয়েছে বলে জানান। বিষয়টি নিয়ে আমি শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি এবং আমি নিজেও খতিয়ে দেখছি।

উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ পত্রটি আমিও পেয়েছি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।কমিটির প্রতিবেদনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!