খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

রূপসা ও নতুন বাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রূপসার নৈহাটি ও নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপসা উপজেলার নৈহাটী বালিকা বিদ্যালয়ের অদূরে ট্রলির ধাক্কায় মোঃ সাইফুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা গ্রামের সাইফুল ইসলাম মোটরসাইকেলে কাজদিয়ার উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেল চালক নৈহাটী বালিকা বিদ্যালয়ের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম মারা যান। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং সিকদার জানান, ট্রলির ধাক্কায় জখম সাইফুল ইসলাম নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় দাড়িয়ে থাকা মাছের পিক-আপের পিছনে মোটরসাইকেল ধাক্কা দিয়ে নাহিদ (১৭) নামে তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণ নতুন বাজার চর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে পার্কিং করা পিক-আপের পিছনে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা মাছের পিক-আপের পিছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিল। দুইজন গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে নেয়া হলে নাহিদ নামে একজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!