খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

রূপসায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড়  

 নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় গ্রাম বাংলার  ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার (২৬ মে )বিকালে শ্রীফলতলা ইউনিয়নের পুটিমারি বিলে অনুষ্ঠিত।
বিপুল উৎসাহ, উদ্দীপনা জাকজমকপূর্ণ ও ব্যাপক দর্শক সমাগমের মধ্যে অনুষ্ঠিত এ ঘৌড় দৌড় প্রতিযোগীতার আয়োজন করেন ডোমরা একতা যুব সংঘ। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৫টি দৌড় প্রতিযোগীতা শেষে প্রথম থেকে চতুর্থতম ঘোড়ার সওয়ারকে পুরষ্কৃত করা হয়।  ঘৌড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মীর আলিফ রেজা। প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।
প্রধান বক্তৃতা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। সমাজসেবক কে বি সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) মো: সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বাসুদেব রায় চৌধুরী। শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা সাবেক প্রধান শিক্ষক মনজুর আলী, ইউপি সদস্য মোল্লা জাহাঙ্গীর আলম, শেখ আব্দুস সালাম, মোঃ ফরহাদ সরদার, রাবেয়া সুলতানা, শফিকুল ইসলাম বাবু, যুবলীগ নেতা শামীম হাসান লিটন, শাহনেওয়াজ কবীর টিংকু, শৈলেন্দ্রনাথ বাকচী, শেখ শিমুল, সরোয়ার শেখ, গোবিন্দ কুন্ডু, ইউনুস শেখ, এসকেন্ডার শেখ, কালাম শেখ, রঞ্জু শেখ, জব্বার আলী হীরা, মুক্তাজুল ইসলাম সোহাগ, জনী খান, আবু সাঈদ, শুভ শীল, জামির শেখ, জাকির শেখ, শহিদ শেখ প্রমুখ।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!