খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

রূপসায় গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড় দৌড়ে দর্শনার্থীর ঢল (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা পুটিমারি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুড় আড়াইটার দিকে শুরু হয় ঘোড় দৌড় প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় খুলনা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেয় ৩৫টি ঘোড়া। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়াগুলো ৫ রাউন্ড দেয়। সেই ৫ রাউন্ড থেকে বিচারকরা পয়েন্টের ভিত্তিতে বিজয়ীদের বাছাই করেন। ঘোড় দৌড়ে প্রথম হয়েছে ‘কালাই’, দ্বিতীয় ‘অগ্নি’ ও তৃতীয় ‘পঙ্খিরাজ’। এছাড়া চতুর্থ হয়েছে ‘বাংলার বাহাদুর’ এবং পঞ্চম হয়েছে ‘রকেট’। তাদেরকে প্রাইজমানী দেওয়া হয়।

আয়োজক কমিটির সূত্র জানায়, মহান বিজয় দিবস পালন উপলক্ষে রূপসার পুটিমারি বিলে জে কে এস ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৮তম ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতাকে ঘিরে পুরো বিলকে সাজানো হয় মনোরম পরিবেশে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৫টি ঘোড়া অংশ নেয়।

শুক্রবার বিকাল সোয়া ৫ টায় রূপসী রূপসার পুটিমারী বিলে অনুষ্ঠিত এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৪৫ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন ‘কালাই’ নামের ঘোড়া। ঘোড়ার শিশু প্রতিযোগির নাম রায়হান শিকদার। আর ৩৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে ‘অগ্নি’ ঘোড়া। ঘোড়ার প্রতিযোগির নাম অপু বিশ্বাস। ২৭ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে ‘পঙ্খিরাজ’ ঘোড়া। ঘোড়ার প্রতিযোগির নাম শাহাজাহান সর্দার। ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে ‘বাংলার বাহাদুর’। ঘোড়ার প্রতিযোগির নাম জাকির গাজী। ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে ‘রকেট’। ঘোড়ার প্রতিযোগির নাম হালিম মল্লিক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আল ফারুক বাবুল।

জেকেএস ক্রীড়া সংস্থার দপ্তর সম্পাদক মোঃ সিহাবুল ইসলাম সিহাব জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ১০ হাজার টাকা, ২য় স্থানঅধিকারী ৭ হাজার টাকা, ৩য় স্থান অধিকারী ৫ হাজার টাকা, ৪র্থ স্থান অধিকারী ৩ হাজার টাকা এবং ৫ম স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। এ ছাড়াও প্রত্যেক ঘোড়া মালিককে সান্তনা পুরস্কার হিসেবে ১ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, গ্রামবাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্য ধরে রাখতে আমাদের এই প্রয়াস। আগামীতেও এই প্রতিযোগিতা আয়োজন করবো।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!