রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি শনাক্তকরনের লক্ষ্যে এ বছর রোপা আমন ধানে আলোক ফাঁদ স্থাপনের এক কর্মসূচি নেয়া হয়েছে।
আলোক ফাঁদ স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে ০৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় আলাইপুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাক শেখ এর রোপা আমন ধান ক্ষেতের পাশে আলোক ফাঁদ স্থাপন করা হয়। এ কার্যক্রম পরিচালনা করেন আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান। তিনি জানান, আলোক ফাঁদে উপকারী পোকার মধ্যে ড্যামসেল ফ্লাই এবং ক্ষতিকর পোকার মধ্যে মাজরা পোকা ও সবুজ পাতা ফড়িং এর উপস্থিতি পাওয়া যায়। এর মাধ্যমে ধানের উপকারী পোকা সংরক্ষণ এবং ক্ষতিকর পোকা দমনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিমারি পুলিশ ফাঁড়ির এমসআই জনাব মোঃ আলম মোল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলাইপুর গ্রামের সমাজসবেক মোঃ সাহেব আলী, কৃষক লুৎফর সরদার, ইসলাম সরদার, আঃ রাজ্জাক শেখ, মোঃ মারুফ শেখ, কুদ্দুস সরদার, কাজী রফিকুল ইসলাম, মোঃ বেলাল শেখ ও মোঃ অহেদ সরদারসহ প্রায় ১০/১৫ জন কৃষক। সূত্র: খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এমবিএইচ