আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯ মে মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিন থাকায়, প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দেন।
খুলনা জেলা ও রূপসা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কমিশন ঘোষিত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওদুদ মোড়ল ও উপজেলা যুবলীগ নেতা নোমান উসমানী রিচি।
আর ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ যোবায়ের, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হিরন শেখ ও মো. ইদ্রিস আলী হাওলাদার।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা।
রূপসা উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিল মোতাবেক ১২ মে মনোনয়নপত্র বাছাই, ১৬ থেকে ১৮মে আপিল, ১৯ মে প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারনা। ৫ জুন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাধীকার প্রয়োগের মাধ্যমে এ উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পৃথক পদে নেতা নির্বাচীত করবেন। রূপসা উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৫৬টি এবং মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৫৭ হাজার জন।
খুলনা গেজেট/এনএম