খুলনার রূপসা উপজেলার ঘাটভোগে গোয়ালবাড়ি চর এলাকার অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতা আল আমিন লস্কর ও ছেলে রাহিদ হাসান লস্কর (রবিউল) সহ ১১ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জুয়ারিদেরকে জেল ও জরিমানা প্রদান করা হয়। এ আদালত পরিচালনা করেন রূপসার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।
ভ্রাম্যমান আদালত ঘাটভোগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল-আমিন লস্করকে ২১ দিন জেল প্রদান করেছে। এ ছাড়া জসিম উদ্দিন, নয়ন হালদার, বাবু সরদার, তোরাপ লস্কর, এরশাদ লস্কর, জাহিদ লস্কর, বাহাদুর শেখ, আজিজুল মুন্সীকে ১০ দিন ও জনি ফকিরকে ৭ দিনের জেল দিয়েছে। জনি মল্লিককে ১ হাজার টাকা ও রাহিদ হাসান লস্করকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রূপসার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, বিপুল পরিমাণ জব্দ হওয়া তাস ধ্বংস করা হয়েছে এবং খেলায় বাজি লাগানো প্রায় সাড়ে ৬ হাজার টাকা জব্দ করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
খুলনা গেজেট/জেএম