খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
  বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

রূপসায় কোকো সংসদ ফুটবল টুর্ণামেন্ট ও তিন দিনব্যাপী স্পোর্টসের শুরু

গেজেট ডেস্ক

খুলনা জেলার রূপসা উপজেলায় আরাফাত রহমান কোকো সংসদ ফুটবল টুর্ণামেন্ট ও তিনব্যাপী স্পোর্টস্ প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলার শোলপুর-যুগিহাটী ইয়ং বয়েজ ক্লাব এর আয়োজক। শুক্রবার (২ মে) বিকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আতাউর রহমান রনু।

বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম ও ওয়ার্ড বিএনপির শেখ আবু সাঈদ। স্থানীয় ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহবায়ক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম।

প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক মন্টু বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার দেশে শুধুমাত্র সীমাহীন লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেনি, বিরোধী দল-মত দমনে বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী-সমার্থকদের খুন-গুম করেছে। জনগনের ভোটাধিকার হরণ করে অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে যুবকদের মাদকে ডুবিয়ে রেখেছিল। বেকারত্ব গ্রাস করেছিল যুবকদের। নানাবিধ কৃত্রিম সংকট সৃষ্টি করে যুবসমাজকে হতাশাগ্রস্ত করে তুলেছিল লুটেরা সরকার। জুলাই গণঅভ্যূত্থানে ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলে দেশের যুবসমাজ ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় উন্মুখ। দেশের তরুণ-যুবকরা দ্রুততম সময়ের মধ্যে ভোট দিতে চায়। অন্তর্বতী সরকারের উচিত শিগগরিই নির্বাচনী তফসিল ঘোষনা করে দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, এখন এই যুবসমাজকেই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শেষ সংগ্রামটুকু করতে হবে। আওয়ামী ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে যুবসমাজকেই পাশে চায় বিএনপি।

প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রনু বলেন, ক্রীড়া প্রতিযোগিতা দেহ-মন ও আত্মার খোরাক যোগায়। সুস্থ জাতি বিনির্মাণে তরুণ-যুবকদের ক্রীড়াঙ্গনে ফেরানোর বিকল্প নেই। তাই মাদক ছেড়ে এখনি যুবক সমাজকে খেলার মাঠে ফেরাতে হবে।

খুলনা গেজেট/ এম এন এস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!