নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই টস ভাগ্যে জয়ী হতে পারেননি সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিং করে রাইলি রুশোর সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে টেম্বা বাভুমার দল।
টস জিতে ব্যাটিং করতে নামা সাউথ আফ্রিকাকে শুরুটা ভালো করতে দেয়নি বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে তাসকিন আহমেদের ব্যাক অব লেংথ ডেলিভারিতে টেম্বা বাভুমা ২ রান নিলেও এরপর তাকে চেপে ধরেন ডানহাতি এই পেসার। প্রথম ওভারের শেষ বলে তাসকিনের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট কিপার নুুরুল হাসান সোহানের গ্লাভসে ক্যাচ দেন বাভুমা। সাউথ আফ্রিকার অধিনায়ক আউট হয়েছেন ২ রানে।
তাসকিনের পরের ওভারে রিভিউ নষ্ট করে বাংলাদেশ। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে মিস করেন রাইলি রুশো। সেসময় রিভিউ নেন অধিনায়ক সাকিব আল হাসান। রিপ্লেতে দেখা যায় বল ও ব্যাটের কোন স্পর্শ হয়নি। তাতে রিভিউ হারায় বাংলাদেশ।
এদিকে একই ওভারে টানা দুটি নো বল দেন তাসকিন। প্রথমবার মিস করলেও পরের ফ্রি হিট বলে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা মারেন ডি কক। তাসকিনের সেই ওভার থেকে আসে ২১ রান। এরপর মিনিট দশেকের বৃষ্টিতে খেলা বন্ধ থাকলেও মাঠে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুজন। কোন পরিকল্পনা বা চেস্টাই কাজে আসছিল না এই জুটির বিপক্ষে।
তাসকিন, হাসান, মুস্তাফিজ এবং সাকিবদের ওপর চড়াও হয়ে খেলে ১০ ওভারে স্কোরবোর্ডে ৯৬ রান যোগ করে প্রোটিয়ারা। দলীয় ১০০ পুরণের আগেই ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রুশো। এর খানিক পর ৩৩ বলে হাফ সেঞ্চুরি পান ডি ককও। ১৪ ওভারের আগেও দলীয় ১৫০ রানে পৌঁছে যায় আফ্রিকা, নিজেদের মাঝেও দেড়শ রানের জুটি গড়ে তোলেন তারা।
কোন পরিকল্পনা কাজে না আসায় আফিফ হোসেনকে বোলিংয়ে এনে ব্রেক থ্রু পায় বাংলাদেশ। এই স্পিনারকে বাউন্ডারি লাইনে উড়িয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন কক। ৩৮ বলে তিনি ৬৩ রানে ফিরলে ট্রিস্টান স্টাবসকে ৭ রানে আউট করেন সাকিব।
৩ উইকেট হারালেও ব্যক্তিগত ৫২ বলে সেঞ্চুরি তুলে নেন রুশো। তবে মাইলফলকে পৌঁছে আরও চড়াও হতে গিয়ে লিটন দাসের হাতে সাকিবের ওভারে আউট হন তিনি। ৫৬ বলে ১০৯ রান করেন রুশো। সে সময় প্রোটিয়াদের সংগ্রহ ১৮.৩ ওভারে ১৯৭।
শেষ ৯ বলে আইডেন মার্করাম ও ডেভিড মিলার মিলে দলকে ২০০’র ওপর নিয়ে গেলেও হাসানের উইকেট হয়ে ফেরেন মার্করাম। শেষ ২ বলে পারনেল কোন রান না নিতে পারলেও ২০৫ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকা। সাকিব ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। ৪ ওভারে ২৫ রান দিলেও কোন উইকেট পাননি মুস্তাফিজুর রহমান। ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে ২০৬ রান।