খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত
  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

রুশদের ভয় দেখানোর চেষ্টা করছে ইউক্রেন : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোতে ড্রোন হামলার মাধ্যমে রুশ নাগরিকদের ভয় দেখাতে চাইছে ইউক্রেন।

মঙ্গলবার প্রথমবার রুশ রাজধানীর আবাসিক এলাকায় ড্রোন হামলার পর তিনি এ মন্তব্য করলেন। খবর বিবিসির।

রুশ প্রেসিডেন্ট বলেন, বেসামরিকদের নিশানা করা হয়েছে। কিন্তু আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সন্তোষজনকভাবে হুমকি মোকাবিলা করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অন্তত আটটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এগুলো আবাসিক ভবনে বিধ্বস্ত হয়ে সামান্য ক্ষতি হয়েছে। কিন্তু ইউক্রেন এসব হামলার দায় অস্বীকার করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম মস্কোর আবাসিক এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটল।

মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন বলেন, কেউ গুরুতর আহত হয়নি। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হয়েছে শহরের পশ্চিমাঞ্চলে। এখানে সিনিয়র কর্মকর্তারা বসবাস করেন।

পুতিন বলেন, সম্প্রতি ইউক্রেনের সামরিক সদর দপ্তরে রুশ হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে এ হামলা চালানো হয়েছে। কিয়েভের শাসকরা ভিন্নপথ ধরেছেন। তারা রাশিয়াকে ভয় দেখানোর পথে হাঁটছেন, তারা রাশিয়ার নাগরিকদের ভয় দেখাতে চাইছেন এবং আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছেন।

বিবিসির পক্ষ থেকে পুতিনের এমন রুশ হামলার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পুতিন আরও বলেন, নিশ্চিতভাবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ডের ইঙ্গিত। এমন কিছুর পাল্টা পদক্ষেপ নিতে তারা আমাদের উসকানি দিচ্ছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!