খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

রুদ্রশ্বাস জয়ে ফাইনালে মাশরাফির সিলেট

১৭ ওভার পর্যন্ত জয়ের পথেই ছিল রংপুর রাইডার্স। অসুস্থ মুশফিক মাঠে নামতেই জাকির হাসানের সঙ্গে কিপিং গ্লাভস বদলাতে হয় এতক্ষণ কিপিংয়ে থাকা আকবর আলীকে। এ সময় প্রায় তিন মিনিটের মতো খেলা বন্ধ ছিল, এই সময়টাতেই ছন্দপতন হয় রংপুর রাইডার্স শিবিরে। তানজিম হাসান সাকিব ইনিংসের ১৮তম ওভারে মাত্র ২ রান দিয়ে তুলে নেন রনি তালুকদার ও নুরুল হাসান সোহানের উইকেট। আর তাতেই ম্যাচ চলে আসে সিলেট স্ট্রাইকার্সের মুঠোয়।

শেষ ওভারে ২৮ রানের প্রয়োজন হলেও রুবেলের ওভারে রংপুর নিতে পারে কেবল ৮। আর তাতেই ১৯ রানে ম্যাচ জিতে প্রথমবারের মতো ফাইনাল খেলে সিলেট স্ট্রাইকার্স।

গুরুত্বপূর্ণ তিনটি জুটি গড়ে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন মাশরাফি। আউট হওয়ার আগে ১৬ বলে খেলেন ২৮ রানের দুর্দান্ত এক ইনিংস। মুশফিক ৫ বলে ৬ রান করে আউট হলে বড় পূঁজি গড়ার সম্ভবনায় ভাটা পড়ে। তবে থিসারা পেরেরার ১৫ বলে ২১ এবং জর্জ লিন্ডের ১০ বলে ২১ রানে সিলেট ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।

রংপুরের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৩৪ রানে নেন দুটি উইকেট। এ ছাড়া দাসুন শানাকা ৪৫ রানে দুটি উইকেট নেন। মেহেদী হাসান ও ডোয়াইন ব্রাভো নেন একটি করে উইকেট

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)  মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ১৮৩ রানের কঠিন লক্ষ্য দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই সাফল্য পায় সিলেট। স্যাম বিলিংসকে ১ রানে আউট করার পর শামীমকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেয়নি সিলেট। এরপর রনি তালুকদার ও নিকোলাস পুরানের ঝড়ে রানের গতি বাড়ে রংপুরের। ২২ বলে ৩৪ রানের জুটির পর পুরানকে সাজঘরে ফেরান লুক উড। তার আগে ১৪ বলে ৩০ রানের ঝোড়ো ব্যাটিংয়ে রংপুরের জয়ের পথটা তৈরি করে যান পুরান। পরে শুরু হয় রনি তালুকদার ও নুরুল হাসান সোহান জুটির কারিশমা। ৫২ বলে ৮২ রানের জুটি গড়ে জয়ে দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন দলকে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!