আগের দিন বল হাতে রাজত্ব করেছিলেন বোলাররা। দ্বিতীয় দিন করলেন ব্যাটসম্যানরা। বিশেষ করে বললে জো রুট। সব মিলিয়ে লিডস টেস্টে ভারতের বিরুদ্ধে দুরন্ত অবস্থানে ইংল্যান্ড। বৃহস্পতিবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংলিশরা এগিয়ে ৩৪৫ রানে।
প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অল আউট ভারত। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৪২৩ রান। দুর্দান্ত সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন জো রুট।
প্রথম দিন শেষে ইংল্যান্ড করেছিল বিনা উইকেটে ১২০ রান। ৫২ রানে বার্নস ও ৬০ রানে হাসিব হামিদ ছিলেন অপরাজিত। দ্বিতীয় দিনে দ্রুতই ফেরেন দুজন। বার্নস বাড়তি যোগ করেন ৯ রান। ৬৮ রানে বিদায় নেন হামিদ।
ডেভিড মালান ও জো রুটে দারুণ জুটি পায় ইংল্যান্ড। এই জুটিতে আসে ১৩৯ রান। ব্যক্তিগত ৭০ রানে মালান বিদায় নিলেও রেকর্ড সেঞ্চুরি করে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক জো রুট। বুমরাহর বলে আউট হওয়ার আগে করেন ১২১ রান। ইংলিশ অধিনায়ক হিসেবে ১২তম সেঞ্চুরি। স্পর্শ করলেন শীর্ষে থাকা অ্যালিস্টার কুককে। টেস্ট ক্যারিয়ারে রুটের এটি ২৩তম সেঞ্চুরি।
মালান-রুটের বিদায়ের পর বেয়ারস্টো (২৯) ও কুরান (১৫) হাল ধরার চেষ্টা করেন। জস বাটলার ও মঈন আলী ফেরেন দ্রুতই। দিন শেষে ২৪ রানে ওভারটন আছেন অপরাজিত। ভারতের হয়ে বল হাতে শামি তিনটি, সিরাজ ও জাদেজা দুটি করে, বুমরাহ একটি উইকেট নেন।
খুলনা গেজেট/কেএম