সবাই বলে আমি নাকি সেইরকম সামাজিক,
আরে, আমরা সবাইতো কম-বেশি সামাজিক
আমি যে সামাজিক হবো এ আর এমন কি!
ইদানীংকালে আমি যেন আর সামাজিক নেই
এখন আমি আর সেই আমিটি নেই।
আমি এখন কোন সামাজিকতার ধার ধারি না
আমি এখন পাড়ার মোড়ের আড্ডায় ঝড় তুলি না
আমি এখন দূর তেপান্তরে ঘুরে বেড়াই না
আমি এখন ঘুপচি ঘরে তাস পিটাই না
আমি এখন শেয়ারে বিড়ি ফোকাই না
আমি এখন রঙীন গ্লাসে ঝনঝনানি তুলি না
আমি এখন দ্বিপ্রহরে কারো বিরক্তি জাগাই না
আমি এখন শুধুই না, না, আর না।
আমার প্রানটা আজ মরে গেছে
আমার আত্মাটা আজ পঁচে গেছে,
আমার দেহ আজ প্রানহীন হয়েছে
আমার রুচির আজ অবক্ষয় হয়েছে।
এখন আমি রাস্তার পড়ে থাকা আবর্জনার স্তূপ ভালোবাসি
এখন আমি বেওয়ারিশ কুকুরের চিৎকার ভালোবাসি
এখন আমি বাতাসে পোড়া-পেট্রোলের ঝাঁঝ ভালোবাসি
এখন আমি আমার শরীরের ঘামের উটকো গন্ধ ভালোবাসি।
আমি চাই রাস্তাঘাট মানুষে কিলবিল করুক
আমি চাই বাস-ট্রাক-ট্রেন দুর্ঘটনায় পড়ুক,
আমি চাই ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে
আমি চাই ছিনতাইকারীর কাছে সর্বস্ব হারাতে,
আমি চাই সিসা ভরা বাতাস ভরে যাক আমার ফুসফুসে
আমি চাই সব নদীর পানি হোক অন্ধকার কালো কুচকুচে।
আমার চাওয়াগুলো এমন কেন?
আমি কি জীবিত?
নাকি জগতের সবার মত আজ আমি মৃত!
খুলনা গেজেট/এমএম