রিয়াল মাদ্রিদের কোচ হবেন জাবি আলোনসো, বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিলো স্প্যানিশ লা লিগার জায়ান্টরা। তাই সাবেক তারকা ফুটবলার রিয়ালের ডাগআউটে বসছেন সেটা নিয়ে আর কোনো যদি কিন্তু থাকল না। আলোনসোর সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে রিয়াল। নিজেদের নতুন কোচ হিসেবে সোমবার (২৬ মে) আলোনসোকে পরিচয় করিয়ে দেবে স্পেন তথা ইউরোপের সফলতম ক্লাবটি।
স্প্যানিশ লা লিগায় শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। সে ম্যাচের পর আনচেলত্তিকে বিদায় জানায় মাদ্রিদের ক্লাবটি। এর ২৪ ঘণ্টা না যেতেই নিজেদের পরবর্তী কোচ নিয়োগের কথা জানিয়ে দিলো রিয়াল।
বায়ার লেভারকুজেন দিয়ে ২০২২ সালে মূল দলের কোচিংয়ে অভিষেক হয় আলোনসোর। স্পেনের সাবেক ফুটবলারের অধীনে দারুণ সময় পার করেছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। আলোনসোর কোচিংয়ে ২০২৩-২৪ মৌসুমে নিজেদের ইতিহাসের প্রথম লিগ শিরোপা জেতে লেভারকুজেন। বায়ার্ন মিউনিখের দাপটের কারণে শিরোপা জিততে না পারলেও সবশেষ মৌসুমেও দারুণ সময় পার করেছে তারা। রানার্সআপ হয়ে মৌসুম শেষ করেছে লেভারকুজেন।
ক্লাবটিতে দারুণ কয়েকটি মৌসুম কাটিয়ে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন আলোনসো। এর আগে পেশাদার ক্যারিয়ারে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে মাঠ মাতিয়েছেন। ১১ বছর পর স্বদেশি ক্লাবটিতে ফিরলেন সাবেক মিডফিল্ডার- সেটা ভিন্ন ভূমিকায়।
খুলনা গেজেট/এএজে