রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মোহাম্মদ জসিম এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সাহেদ বর্তমানে ডিবি হেফাজতেই রয়েছে।
একই মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে ১০ দিন ও কর্মী তরিকুল ইসলামের সাত দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিকে, সাতক্ষীরার দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব। মামলায় সাহেদসহ তিনজনকে আসামি করা হয়েছে।
এর আগে বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে রেব। সাহেদ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
খুলনা গেজেট/এমএম