খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

রাহুল-মমতা একমঞ্চে, বিজেপিকে সরাতে ১৫ দলের একসঙ্গে লড়ার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

২০২৪-এর লোকসভা নির্বাচনে ১৫ রাজনৈতিক দল একসঙ্গে লড়ার অঙ্গীকার করল। গৃহীত হল মমতা বান্দোপাধ্যায় এর ‘ফর্মুলা ওয়ান ইস টু ওয়ান’। অর্থাৎ যেখানে যে দল শক্তিশালী সেখানে সেই দল লড়বে। অন্যরা তাদের সমর্থন দেবে। সমস্ত বিভেদ এবং ইগো দূরে সরিয়ে রেখে যে দলগুলি এক ছাতার নিচে আসছে সেগুলি হল- কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এন সি পি, আপ, সি পি এম, সি পি এম এল, সি পি আই, শিবসেনা, পি ডি পি, এন সি, জে ডি ইউ, আর জে ডি, এস পি, এবং আরও কয়েকটি দল। তাবড় বড় নেতারা এই বৈঠকে অংশ নেন।

ছিলেন বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী। প্রায় চার ঘন্টা বৈঠকের শেষে রাহুল গান্ধী বলেন, কিছু ব্যাপার নিয়ে আমাদের ছোট খাটো মতপার্থক্য আছে, কিন্তু তার জন্যে বিজেপি বিরোধী জোট করতে করতে অসুবিধা হবেনা। ২০২৪-এ আমরা বিজেপিকে গদি ছাড়া করবোই।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপি সরকারের প্রতিহিংসা মূলক আচরণের কথা বলেন। তিনি রাজ্যপাল কে আক্রমণ করে বলেন বাংলা চালানোর চেষ্টা হচ্ছে রাজভবন থেকে। মমতা এটাও জানান যে বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন স্ট্রাটেজি নেওয়া হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!