খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে নির্বাচন কমিশন

গেজেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে এ সাক্ষাৎ করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনাররা।

রোববার এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ইসি। তবে কাল পর্যন্ত সাক্ষাতের সময়সূচি নির্ধারণ হয়নি। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ ধরনের সাক্ষাতের রেওয়াজ রয়েছে। ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন আগামীকাল ১ নভেম্বর শুরু হচ্ছে। ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সোমবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!