খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

রাষ্ট্রপতির চিঠি পেলে সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত : ফখরুল

গেজেট ডেস্ক

রাষ্ট্রপতির চিঠি পেলে সংলাপে যোগ দেওয়া না দেওয়ার ব্যাপারে স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

মঙ্গলবার রাতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এই কথা জানান। মির্জা ফখরুল বনানী কবরস্থানের অসহায় মানুষদের মধ্য কম্বল বিতরণ করেন।

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল যে, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করব না। সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো চিঠি আসেনি। আমরা সেই সিদ্ধান্ত সেভাবে এখনো নেইনি।’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হবে। এর মধ্যেই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন।

গত সোমবার প্রথম দিন সংলাপ হয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে। এর মধ্যেই আরও ৫টি রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!