খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
এগোচ্ছে বিদ্রোহী ওয়াগনার বাহিনী

রাশিয়া থেকে মস্কো বিচ্ছিন্ন, এক সপ্তাহ সকল কর্মসূচি স্থগিত

গেজেট ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর পথে এগোচ্ছে বিদ্রোহী ওয়াগনার বাহিনী। ইতোমধ্যে শহরটির মেয়র জানিয়েছেন, মস্কোর পরিস্থিতি কঠিন। নিরাপত্তার স্বার্থে আগামী এক সপ্তাহ বাড়ির বাইরে সব প্রকার কর্মসূচি স্থগিতের নির্দেশ দিয়েছেন মেয়র। সেইসঙ্গে সোমবার (২৬ জুন)  ছুটির দিন ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

এদিকে রাজধানী মস্কোর আশপাশের শহরগুলো থেকে কাউকে শহরটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

টেলিগ্রামে এক বার্তায় মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন বলেন, মস্কোতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। তাই অপ্রয়োজনে শহরের ভেতর ঘোরাফেরা না করার নির্দেশ দেওয়া হলো।

বিদ্রোহ ঘোষণার পর মস্কোর অদূরবর্তী দুটি শহর ও একটি সেনা সদর দখলে নিয়েছে ওয়াগনার বাহিনী। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন জানান, এসব অঞ্চল দখল করে কিছু নগদ অর্থও পেয়েছেন তারা।

এদিকে রাশিয়ার এমন অবস্থা দেখে মস্কোর সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ লাটভিয়া।

অপরদিকে রাশিয়ার সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। ইতোমধ্যে তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি শহর ভোরোনেজ ও রোস্তভ দখলে নিয়েছে। এছাড়া একটি সেনা সদর দপ্তর নিয়ন্ত্রণে নেওয়ারও দাবি করেছে। রেডিওবার্তায় রাজধানী মস্কো অভিযানেরও ঘোষণা দিয়েছে তারা। এরপর থেকে রুশ সেনাদের সঙ্গে ওয়াগনার বাহিনীর তুমুল লড়াই শুরু হয়েছে।

বিদ্রোহীদের ওপর কয়েকটি স্থানে বিমান হামলা চালায় রুশ সেনারা। পালটা হামলায় রুশ বাহিনীর তিনটি বিমান বিধ্বস্ত করেছে বিদ্রোহীরা। ‘পুতিনের নিজস্ব সেনা’ নামে পরিচিত এ বাহিনীর হঠাৎ বিদ্রোহে রাশিয়াজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশটির বড় বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মস্কো ও সেন্ট পিটার্সবার্গের রাস্তায় রাস্তায় ট্যাংক মোতায়েন করা হয়েছে। ভারী অস্ত্র হাতে নেমেছে সেনাবাহিনী। ভোরোনেজ ও রোস্তভ থেকে মস্কোয় আসা মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে শনিবার (২৪ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন একজন বিশ্বাসঘাতক। তিনি বলেন, শত্রুকে মোকাবিলার জন্য তাদের অস্ত্র দেওয়া হয়েছিল। কিন্তু সেই অস্ত্র এখন তারা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে। তার বাহিনী দক্ষিণ রাশিয়ায় অত্যাচার চালাচ্ছে। তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ছিলেন পুতিনের খুবই ঘনিষ্ঠ। দীর্ঘ এক দশক ধরে বিভিন্ন দেশে রাশিয়ার ছায়াযুদ্ধের সহযোগী ছিল তার বাহিনী। মূলত ইউক্রেন যুদ্ধে গিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাদের দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে বেশ কয়েকবার ক্ষোভ জানিয়েছিলেন ওয়াগনার প্রধান। রুশ সামরিক নেতাদের সঙ্গেও তার বৈরিতা দিন দিন বাড়ছিল।

শুক্রবার (২৩ জুন) তা প্রকাশ্যে রূপ নেয়। প্রিগোজিনের দাবি, ভাড়াটে বাহিনীর সাফল্যে দেশীয় সামরিক নেতারা ঈর্ষান্বিত। তাই তাদের ঠিকমতো অস্ত্র, গোলাবারুদ ও রসদ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনীর ভেতর যে ‘শয়তান’ আছে তাদের থামাতে হবে। আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করছি। যারাই আমাদের বাহিনীর সামনে দাঁড়াবে তাদেরই ধ্বংস করে দেওয়া হবে। আমার সেনারা মৃত্যুর জন্য প্রস্তুত। ইউক্রেনে রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছিল ওয়াগনারের প্রায় ২৫ হাজার সেনা।

শুক্রবার প্রিগোজিন তার দলের সেনাদের ওপর মিসাইল হামলার অভিযোগ করেন রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে। এরপরই ওয়াগনার সেনাদের বিদ্রোহ শুরু হয়। প্রিগোজিন যারা এ হামলা করেছে তাদের শাস্তি দেওয়ার শপথ নেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মিসাইল হামলার কথা অস্বীকার করে এবং প্রিগোজিনকে সবরকম ‘অবৈধ কার্যক্রম’ বন্ধের আহ্বান জানায়। কিন্তু প্রিগোজিন তার সেনাদের রোস্তভ ও বেলগোরোদসহ রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলোতে সরিয়ে নিতে শুরু করে। প্রথমে তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ শহর দখলে নেয়। পরে পার্শ্ববর্তী ভোরোনেজ শহরও দখলে নেয়।

শনিবার তারা রোস্তভ-অন-দনে নামে রাশিয়ার একটি সামরিক সদর দপ্তর দখলে নেওয়ার দাবি করে। এটিকে ইউক্রেনে হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে ব্যবহার করা হতো।

এক টেলিগ্রাম পোস্টে প্রিগোজিন বলেন, এখন সকাল সাড়ে ৭টা (রাশিয়ার স্থানীয় সময়)। আমরা সদর দপ্তরের (সেনা সদর দপ্তর) ভেতরে আছি। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও ও ছবিতে ওয়াগনার বাহিনীর ওপর রুশ সেনাদের বিমান হামলার চিত্র দেখা গেছে। তবে পালটা হামলায় রুশ সেনাদের তিনটি বিমান বিধস্ত করার দাবি করে ওয়াগনার সেনারা।

ইউক্রেনের সীমান্তবর্তী শহরগুলোতে অধিবাসীদের ঘরের ভেতর শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় গভর্নর। ভোরোনেজ অঞ্চলের গভর্নর সেখানকার বাসিন্দাদের মহাসড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন। কারণ সে পথে রাশিয়ার মিলিটারি কনভয় আসছে। টেলিগ্রামে তিনি লিখেছেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে প্রিগোজিনের হুমকির পর মস্কোর রাস্তায় রাস্তায় ট্যাংক মোতায়েন করা হয়েছে। ভারী অস্ত্র হাতে বিপুলসংখ্যক সেনা নেমেছে। কয়েকটি মহাসড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। মস্কোর মেয়র জানিয়েছেন, রাজধানীতে সন্ত্রাস-দমনে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সেনারা মাঠে নেমেছে। ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়েছে।

রাশিয়ার লিপেটস্কের আঞ্চলিক গভর্নর বলেছেন, লিপেটস্ক ও ভোরোনেজ অঞ্চলের মধ্যে সীমান্তে এম৪ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মহাসড়কটি মস্কোকে রোস্তভ এবং এর প্রধান শহর রোস্তভ-অন-ডনসহ দক্ষিণ অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!