অদ্ভূত ছকে রিয়াল বেটিসের বিপক্ষে শুরুর একাদশ সাজান জিনেদিন জিদান। পয়েন্ট হারিয়ে মৌসুম শুরু করা রিয়াল কোচ দ্বিতীয় ম্যাচে চার মিডফিল্ডার এবং দুই স্ট্রাইকার নামিয়ে দেন। ফাঁকা দুই উইঙ্গ! ক্রুস-ওডেগার্ড, কাসেমিরো-ভালভার্দে এবং বেনজেমা-জোভিকের জুটি প্রথমার্ধে লস ব্লাঙ্কোসদের কাজে আসেনি। শুরুতে পিছিয়ে যায় তারা। তবে সের্গিও রামোসের পেনাল্টিতে শেষ পর্যন্ত ৩-২ গোলে মৌসুমের প্রথম জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ১৪ মিনিটের মাথায় উরুগুয়ের রিয়াল মিডফিল্ডার ফেদে ভালভার্দে দলকে এগিয়ে নেন। কিন্তু ৩৫ মিনিটে হেড থেকে গোল করে বেটিসের মান্ডি দলকে সমতায় ফেরান। দুই মিনিটের ব্যবধানে বেটিসের পর্তুগিজ ফুটবলার উইলিয়ান কারভালহো দলকে ২-১ গোলে এগিয়ে নেন। ওই গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা রিয়াল দ্বিতীয়ার্ধেই ছকে পরিবর্তন আনে।
প্রথমার্ধের শেষে ইনজুরির কারণে উঠে যান টনি ক্রুস, মাঠে নামেন লুকা মডরিচ। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্টিন ওডেগার্ডের বিকল্প হিসেবে নামেন ইসকো। যদিও তাতে তেমন আক্রমণের ধার বাড়েনি। তবে ৪৮ মিনিটেই সমতায় ফেরে রিয়াল। বার্সেলোনা থেকে ধারে রিয়াল বেটিসে খেলা ২১ বছরের ব্রাজিলিয়ান রাইট ব্যাক এমারসন আত্মঘাতী গোল দিয়ে বসেন।
ওই এমারসনই ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ব্যাকফুটে চলে যায় ম্যানুয়েল পেলেগ্রিনির দল। সেই সুযোগে আক্রমণের ধার বাড়ে রিয়ালের। তবে দলকে এগিয়ে নিতে এগিয়ে আসতে হয় সের্গিও রামোসকে। ম্যাচের ৮২ মিনিটে লুকা জোভিকের বদলি নামা বোর্জা মায়োরালকে বক্সে ফাউল করেন বেটিস ফুটবলার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রামোস। তার ওই গোলেই মৌসুমের প্রথম জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।
খুলনা গেজেট/এএমআর