খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

রামপুরা ও বাড্ডায় লাখো ছাত্র-জনতার অবস্থান

গেজেট ডেস্ক 

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে রাজধানীর রামপুরায় ও বাড্ডায় লাখো ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী তাদের অবস্থান থেকে সরে এসেছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ২টা ১৩ মিনিটের দিকে আফতাবনগর ও বনশ্রী থেকে রামপুরা ব্রিজে ও বাড্ডায় অবস্থান নেই হাজার হাজার ছাত্র-জনতা। এ সময় তারা বিজয় উল্লাস করছে। পুলিশ ও সেনাবাহিনী তাদের অবস্থান থেকে সরে এসেছে।

এর আগে সকাল থেকেই আফতাবনগর এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। তবে দুপুর ১২টার দিকে পুলিশ হটিয়ে আন্দোলনকারীরা আফতাবনগর থেকে রামপুরা পর্যন্ত সড়কে অবস্থান নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!