‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে রাজধানীর রামপুরায় ও বাড্ডায় লাখো ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। পুলিশ ও সেনাবাহিনী তাদের অবস্থান থেকে সরে এসেছে।
সোমবার (৫ আগস্ট) দুপুর ২টা ১৩ মিনিটের দিকে আফতাবনগর ও বনশ্রী থেকে রামপুরা ব্রিজে ও বাড্ডায় অবস্থান নেই হাজার হাজার ছাত্র-জনতা। এ সময় তারা বিজয় উল্লাস করছে। পুলিশ ও সেনাবাহিনী তাদের অবস্থান থেকে সরে এসেছে।
এর আগে সকাল থেকেই আফতাবনগর এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। তবে দুপুর ১২টার দিকে পুলিশ হটিয়ে আন্দোলনকারীরা আফতাবনগর থেকে রামপুরা পর্যন্ত সড়কে অবস্থান নেন।
খুলনা গেজেট/এএজে