বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট ( রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) এর চোরাই তামার তারসহ দুই যুবককে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। রবিবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের সিনপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২০ কেজির অধিক কপার ক্যাবল, ১টি ক্যাবল কাটার ও ২টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক মূল্য দুই লাখ পাঁচ হাজার টাকা।
আটককৃতরা হল বাগেরহাটের রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামের মনিরুল শেখের ছেলে হাসিবুল শেখ এবং মোংলা উপজেলার মিঠাখালি গ্রামের জালাল শেখের ছেলে মহিদুল শেখ।
৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, ২০২২ সালের মে মাস থেকে ৫৫টির অধিক অভিযানে প্রায় ৬৬ লাখ ৬২ হাজার ৩শ টাকার চোরাই মালামাল ও ৪৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম