খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট) তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (০১ ফেব্রুয়ারি) গভীর রাতে কেন্দ্রের প্রধান ফটক থেকে এই চোরদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ৯ কেজির অধিক তামার তার উদ্ধার করে আনসার সদস্যরা। এই নিয়ে গেল ১০ মাসে ৫২টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৫৮ লক্ষ ৬ গাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৩৮ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করল আনসার সদস্যরা।

আটককৃতরা হলেন, খুলনা শহরের জিরোপয়েন্ট এলাকার মো: আবু সোলেমান আকোনের ছেলে মো: মামুন আকোন (২৩), মো: নাঈম শেখের ছেলে মো: বিল্লাল শেখ (২০) এবং বাগেরহাটের রামপাল উপজেলা সদরের ইমন শেখের ছেলে মো: ইমরান শেখ (২১)। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন,  আটককৃত চোরদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উর্দ্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে মালামালসহ চোরদের থানায় সোপর্দ করা হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!