বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের স্টীল বার ও লোহার সরঞ্জামাদিসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্বরের পশ্চিমে হাইওয়ে পুলিশ বক্সের সামনে থেকে পাচারকারীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪হাজার বিশ কেজি লোহার সরঞ্জামাদি এক হাজার ৪৫ কেজি এস এস স্টীল বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭০ হাজার ২০০ টাকা। এছাড়া চুরির মালামাল বহনে ব্যবহৃত ১টি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৬ খুলনার মিডিয়া অফিসার শাহনাজ জেসমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, খুলনা জেলার দাকোপ উপজেলার চুনপুরি গ্রামের মোঃ খালিদ হাসান শেখ (২১)এবং মোঃ রুহুল আমিন মল্লিক (২১)।
র্যাব-৬ খুলনার মিডিয়া অফিসার শাহনাজ জেসমিন বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/কেডি