রামপাল থানা থেকে মাত্র ৩শ’ গজ দূরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে চোরেরা হানা দিয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়েরের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আফতাব আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার (১৯ মে) দিনগত রাতের কোন এক সময় অজ্ঞাত চোরেরা অফিসের পূর্ব পাশ দিয়ে বাউন্ডারি ওয়াল টপকে অফিসের বাগানে প্রবেশ করে। এরপর বারান্দার উত্তর পাশের গ্রীল ভেঙ্গে বারান্দায় প্রবেশ করে। ওই সময় তারা রুমের দুইটি দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমারি ভাঙ্গার চেষ্টা করে ব্যার্থ হয়।
মঙ্গলবার (২০ মে) সকালে অফিসে এসে এসব দেখা যায়। তবে দিনভর খোঁজখবর নিয়ে দেখা গেছে, চোরেরা কোন কাগজপত্র বা দলিলাদি নেয়নি। ধরনা করা হচ্ছে কোন মূল্যবান কাগজপত্র হাতানোর জন্যে হয়তো চোরেরা হানা দিতে পারে। তারা পূর্ব পাশের উপরের সিসি ক্যামেরা কৌশলে উপরের দিকে ঠেলে দেয় এবং সামনের রাস্তা দিয়ে প্রবেশ না করায় সিসি ক্যামেরায় কোন কিছুই ধরা পড়েনি। আমি জেলা প্রশাসক মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছি। রামপাল থানার ওসি আতিকুর রহমান এসে তদন্ত করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে জোর তদন্ত করছে।
এ ঘটনায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও বাজার ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানিয়েছেন, থানার প্রাণকেন্দ্রে চোরেরা এমন হানা দিতে পারলে, যে কোন সময় যে কোন অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিতে পারে। এতে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন সচেতনমহল।
খুলনা গেজেট/এমএনএস