খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

রামপাল উপজেলা বিএনপি’র মতবিনিময়

রামপাল প্রতিনিধি

রামপাল উপজেলার দশটি ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টার সময় ফরিদুল ইসলামেের বাসভবন চত্বরে উপজেলা বিএনপির সহ-সভাপতি ফকির শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন আঃ হালিম পাটোয়ারী, ইজারাদার মহসিন হোসেন, কাজী জাহিদুল ইসলাম, শেখ মোতাহার আলী, শেখ নূরুল্লাহ খোকন, ইমতিয়াজ হোসেন, মুজিবর রহমান জোয়ার্দার, মাহামুদুল হাসান, সিরাজুল ইসলাম, রুহুল আমিন, মাহাফুজুর রহমান, এনামুল হক প্রিন্স, মিলন আকুন্জী, আব্দুল্লাহ আজমী, সেকেন্দার আলী, আবু জাফর, মোনাব্বর হোসেন, ফরিদ উদ্দিন, আমীনুল ইসলাম কুটি, কুতুবউদ্দিন কুতুব, জিল্লুর রহমান, কামরুজ্জামান বাদশা, বাবুল হাওলাদার, আশরাফ আলী, আকবর হোসেন আকো, শেখ বাবলা, সরদার বাকিবিল্লাহ, মাসুদুর রহমান পিয়াল প্রমুখ।

বক্তারা আগামী দিনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল কমিটি সকলের অংশগ্রহণের মাধ্যমে গঠন করার দাবীসহ সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শেখ ফরিদুল ইসলাম আগতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!